Monday, April 17, 2017

পরিস্থিতি 18-04-17 উত্তর কোরিয়ার উপর হামলা চালানোর তোড়জোড় শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কথাতেই তা স্পষ্ট। তিনি বলেন, 'পিয়ংইয়ং (উত্তর কোরিয়ার রাজধানী) নিয়ে ধৈর্যের সীমা পেরিয়ে গিয়েছে।'

গত দু'দশক ধরে সিরিয়া ও আফগানিস্তানে শান্তি ফেরানোর নামে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্ট্র্যাটেজি নিয়েছে, 
সেই একই স্ট্র্যাটেজি উত্তর কোরিয়ার ক্ষেত্রে নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। 
উত্তর কোরিয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি রুখতে আগেভাগেই কোমর বেঁধে নেমে পড়েছে চিন ও রাশিয়া। 
ফলে কোরিয়ান পেনিনসুলায় তৈরি হয়েছে যুদ্ধের আবহ।
সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের লাগাতার অস্ত্র পরীক্ষা ও সামরিক গতিবিধির উপর নজরদারি চালাতে কোরিযান পেনিনসুলায় ১০০টি যুদ্ধবিমান-সহ USS কার্ল ভিনসন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, একটি ক্রুজার ও একটি সাবমেরিন পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের সংবাদমাধ্যম সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরই নড়েচড়ে বসে চিন ও রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের গতিবিধির উপর নজর রাখতে কোরিয়ান পেনিনসুলায় চর বৃত্তি শুরু করে দিয়েছে চিন ও রাশিয়াও
উত্তর কোরিয়ার গতিবিধির উপর নজর রাখতে কোরিয়ান পেনিনসুলায় একাধিক 'চর' যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের গতিবিধিতে নজর রাখতে আবার ইন্টেলিজেন্স গ্যাদারিং ভেহিক্যালস বা চর জাহাজ পাঠালো চিন ও রাশিয়া।

Sunday, April 16, 2017

বিষয় : মানুষের প্রাথমিক সুরক্ষা বিষয়ক



চারিদিকে যুদ্ধের  ঘনঘটা , দামামা বাজছে , যুদ্ধ আপনাকে ও  করতে হবে  কিন্তু তা নিজেদের বাঁচানোর জন্যই 
যেমন : 
* খেয়ে পরে বেঁচে থাকা (জল , খাবার , বাসস্থান )
* শ্বাসে বেঁচে থাকা         (অক্সিজেন ই বাঁচা , অজ্ঞাত  গ্যাস যুদ্ধের থেকে  বেঁচে থাকা )
* শরীরে বেঁচে থাকা       (শরীর কে    বাসস্থানের  আচ্ছাদনে বাঁচিয়ে রাখা  )


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
খেয়ে পরে বেঁচে থাকা ( জল , খাবার , বাসস্থান )

বলা ভালো  যুদ্ধ পরিস্থিতে , শহর & জনবসতি পূর্ণ লোকালয়  পরিত্যাজিতেন ! 
তাকিয়ে দেখুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার / দ্বিতীয় বিশ্ব যুদ্ধ    বম্বিং যা হয়েছিল   সব  শহরেই !
কৃষি বহুল জায়গা  বা জঙ্গলেই  মঙ্গল

ইন্ডাস্ট্রি & মিউনিসিপাল এরিয়া  সব্বার আগেই আক্ৰমিত হয় ......................................... !

#1.
শুধু  যুদ্ধ হলেই 
ইমমেডিয়েট  রিজাল্ট  : ক'  দিনের  জন্য  সমস্য়া নয় , বরং মোটামুটি  বছর খানেক  দুর্ভিক্ষ /খরা ইত্যাদি র  প্রভাব থাকবে 
তাত্ক্ষনিক ভাবে / ইমমেডিয়েট  ৩ মাসের  জন্য : জল +খাদ্য (শুকনো খাবার )  মজুত রাখা ভীষণ দরকার 

#2.
স্বাভাবিক ভাবে ই  বম্বিং হলে  তার দরুন ভাইব্রেশন ই অনেক শক্তপোক্ত বাড়ি দুরমুশ করে দেবে 
সুতরাং থিঙ্ক ডিফারেন্টলি !


পরিচয় পর্ব : 'প্রাসঙ্গিকতা '

"আপদ কালীন প্রস্তুতি "

হঠাৎ কি কাজে এলো !!!আমাদের বাপ্ ঠাকুরদার কি এইসব ফালতু বিষয় নিয়ে  নিজেদের মূল্য বন্ সময় অপচয় করেছিলেন ?


না করেন নি 


তাহলে ?


আপনার বাপ্   / ঠাকুরদা , কি  দোতাওলা/৫ তোলার ফ্লাট এ থাকতেন , নিশ্চই না
তাহলে  ওনাদের ভূমি কোম্প নিয়ে  এতো মাথা ব্যাথাও ছিল না ;ছিল না  কারেন্ট না থাকলে    স্নানের জল না পাওয়ার সমস্য়াও
  .

.    .   প্রয়োজনী ই    আবিষ্কারের জন্মদাত্রী 


প্রয়োজনেই ,মানুষ  সাঁতার কাটতে শিখেছে , শিখেছে সাইকেল চালাতে  & স্কুলে যেতে 



এই ব্লগে আমাদের মুখ উদ্দেশ্য থাকবে  :


*জ্ঞান অর্জন করা & অবস্বই  তাকে  নিজের  জীবনে  প্রয়োগ  করা : বিনা প্রয়োগে , অর্জিত বিদ্যা , বিকলাঙ্গ /পঙ্গু    মানুষের মতো 


*সর্বপরি, আসন্ন / যদি আসে   'বিপদ'  তাহলে কি ভাবে  নিজেদের /নিজেকে বাঁচানো  যেতে পারে !